ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু চলাচলে নিষেধাজ্ঞা



কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ, টানানো হয়েছে লাল পতাকা। ফলে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। 

রোববার সকালে কাপ্তাই কর্ণফুলি জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্যমতে, কাপ্তাই বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। কিন্তু ১০৫ এমএসএল পানি হলেই ঝুলন্ত সেতু ডুবে যায়।



বাংলাদেশ পর্যটন করপোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা বলেন, “ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। ছয় ইঞ্চির মত পানি উঠেছে। পানি কমে এলেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।” 

রাঙামাটি পর্যটন নৌ-যান ঘাটের ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহসভাপতি মো. রমজান আলী বলেন, “সেতু দিয়ে পারাপার বন্ধ রয়েছে। তবু কেউ কেউ ডুবে যাওয়া পাটাতন মাড়িয়ে সেতু পার হচ্ছে। সেতু বন্ধ থাকায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে।” 



ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মো. নাঈম উদ্দিন বলেন, “অনেক আশা নিয়ে রাঙামাটি বেড়াতে আসলাম। এসে দেখি ঝুলন্ত সেতুটি অনেকাংশে ডুবে আছে। হতাশা ছাড়া আর কিছুই বলার নেই।”

-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Post a Comment

1 Comments