জ্বালানি ব্যবসায়ীদের ধর্মঘট হুঁশিয়ারি বিপিসির



পেট্রল পাম্প মালিকদের একাংশের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী অয়েল ডিপো। তেল উত্তোলন বন্ধ রয়েছে খুলনার খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের তিন ডিপোতেও।


পেট্রলপাম্পের মালিকদের বড় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জানান, সংগঠনগুলোর একটি অংশ সকলের সঙ্গে আলোচনা না করে গভীর রাতে দেশব্যাপী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও কোথাও কোথাও ধর্মঘট অব্যাহত রয়েছে।


দাবি পূরণের বিষয়ে সময় চাওয়ার পরও জ্বালানি তেল ব্যবসায়ীরা আন্দোলন চালিয়ে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি।


সংস্থাটির পরিচালক অনুপম বড়ুয়া বলেন, “জ্বালানি তেল ব্যবসায়ীদের কিছু দাবি মানা হয়েছে, বাকিটা প্রক্রিয়াধীন ৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকার সময় নিয়েছে ৷ এর মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া অযৌক্তিক। পরিস্থিতি দেখা হচ্ছে। ধর্মঘট তুলে না নিলে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে কাল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Post a Comment

0 Comments